
সিঙ্গার সেলাই মেশিন বাংলাদেশে সব থেকে জনপ্রিয় মেশিন। এই মেশিন যেমন জনপ্রিয় তেমন এই মেশিনের নকলেও বাজার ছয়লাব। তাই এই মেশিন কেনার সময় কিছু শতর্কতা অবলম্বন করে আসল মেশিন কিনবেন।
মেশিন সব সময় কিনবেন ডিলার হাউজ থেকে।
এই মেশিনের ডান সাইডে সোনালী কালারের পিতলের মনোগ্রাম থাকবে।
আসল সিঙ্গার সেলাই মেশিনের নিচের দিকে খোদাই করে সিঙ্গার লেখা থাকবে, নিচে লেখা থাকবে মেড ইন চায়না।
এছাড়া নিচে আরও ২টি রডে খোদাই করা সিংগার লেখা থাকবে।
প্রত্যেক মেশিনে সিরিয়াল নাম্বার থাকবে।